‘‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত ২৭ ফেব্রুয়ারি চতুর্থ বারের মতো পিরোজপুর জেলায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালিত হয়। এই উপলক্ষ্যে সকাল ৯:৩০ ঘটিকায় সার্কিট হাউজ হতে এ বছর এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। উক্ত র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা প্রশাসক, পিরোজপুর।