Wellcome to National Portal

সারাদেশের  ন্যয় এসভিআরএস( SVRS)তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। পিরোজপুর সদরের পাঁচটি পিএসইউ এলাকায় ( খুমুরিয়া, উত্তর নামাজপুর,  দূর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা, শঙ্করপাশা  ইউনিয়নের উত্তর কালিকাঠী,  ও শঙ্করপাশায়) জন্ম, মৃত্যু, বিবাহ ,তালাক, আগমন,বহির্গমন সহ স্ব্যাস্থ ও স্যানিটেশন ,আয়-ব্যয় ইত্যাদি নানামুখী বিষয়ের তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ২৭-১০-২০২৪ পর্যন্ত চলমান থাকবে। তাই এসভিআরএস এর চলমান তথ্য সংগ্রহ কার্যক্রমে সবাই রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে  তথ্য সংগ্রহকারী রেজিস্টারদেরকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ রইলো।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

আমাদের লক্ষ্য(Vision):

জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় ও আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ।

 

আমাদের উদ্দেশ্য(Mission):

সঠিক ও মানসম্মত এবং সময়ানুগ পরিসংখ্যান সরবরাহ, নীতিনির্ধারক, পরিকল্পনাবিদ, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারীগণের চাহিদা মাফিক উপাত্ত পরিবেশন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, পেশাদারিত্ব প্রতিষ্ঠা।

আমাদের প্রতিশ্রুতি (Commitments):

 

1)   স্বল্পতম সময়ের মধ্যে মানসম্মত ও সঠিক উপাত্ত পরিবেশন;

2)    তথ্য/উপাত্ত প্রক্রিয়া ও পরিজ্ঞাতকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার;

3)   বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক সিদ্ধান্ত গ্রহণে চাহিদা  মাফিক উপাত্ত সরবরাহ;

4)   পরিসংখ্যান বিষয়ক কার্যক্রম সময়োপযোগী ও ত্বরান্বিতকরণ;

5)    প্রাথমিক তথ্য প্রদানকারীর তথ্যের গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা।

 

আমাদের প্রত্যাশা (Expectations):

 

1)   তথ্য প্রদানকারী ও উপাত্ত ব্যবহারকারীদের নিকট থেকে সহযোগিতামূলক মনোভাব;

2)    তথ্য সংগ্রহকারীগণকে স্বল্পতম সময়ের মধ্যে সঠিক তথ্য/উপাত্ত প্রদান;

3)   পরিসংখ্যানের মান বৃদ্ধিকল্পে পাঠক/ব্যবহারকারীগণের নিকট থেকে গঠনমূলক পরামর্শ।