Wellcome to National Portal

সারাদেশের  ন্যয় এসভিআরএস( SVRS)তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। পিরোজপুর সদরের পাঁচটি পিএসইউ এলাকায় ( খুমুরিয়া, উত্তর নামাজপুর,  দূর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা, শঙ্করপাশা  ইউনিয়নের উত্তর কালিকাঠী,  ও শঙ্করপাশায়) জন্ম, মৃত্যু, বিবাহ ,তালাক, আগমন,বহির্গমন সহ স্ব্যাস্থ ও স্যানিটেশন ,আয়-ব্যয় ইত্যাদি নানামুখী বিষয়ের তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ২৭-১০-২০২৪ পর্যন্ত চলমান থাকবে। তাই এসভিআরএস এর চলমান তথ্য সংগ্রহ কার্যক্রমে সবাই রাষ্ট্রের একজন সুনাগরিক হিসেবে  তথ্য সংগ্রহকারী রেজিস্টারদেরকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ রইলো।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবা সমূহঃ

১। দেশের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সম্বলিত মাসিক পরিসংখ্যান বুলেটিন, বার্ষিক পরিসংখ্যান পকেটবুক ও বর্ষ গ্রন্থ প্রকাশ।

২। প্রতি দশ বৎসর অন্তর আদম শুমারী, কৃষি শুমারী, এবং অথনৈতিক শুমারী পরিচালনা ও প্রতিবেদনপ্রকাশ।

৩। মোট দেশজ উৎপাদন (GDP) এবং প্রবৃদ্ধির হারসহ অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক নির্দেশক (Indicators)যথা- সঞ্চয়, বিনিয়োগ, ভোগ, মাথাপিছু আয়, ইত্যাদি নিরূপন ও প্রকাশ ;

৪। ভোক্তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহ্নত খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য অন্তর্ভুক্ত করে মাস ভিত্তিক ভোক্তা মূল্যসুচক (CPI)  নিরূপন ও প্রকাশ ;

৫। বৈদেশিক বানিজ্য পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ;

৬। বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিকদের মজুরী সূচক প্রস্ত্তত ও প্রকাশ;

৭। বিভিন্ন ফসলের উৎপাদন ও ফসলাধীন জমির পরিমান এবং ভূমি ব্যবহার সংক্রান্ত পরিসংখ্যান প্রস্ত্তত ও প্রকাশ।

৮। শিশুপুষ্টি এবং শিশুদের অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ।

৯। মহিলাদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে তাদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপনের জন্য Gender Statisticsপ্রস্ত্তত ও প্রকাশ;

১০। খানায় আয় ও ব্যয়